একটা কবিতা লিখতে চাই

ইচ্ছে হচ্ছে, একটা কবিতা লিখি।

কবিতা, যার কলামে কলামে কোথাও নেই 

অসহিষ্ণুতা -- হিংসা -- ঘৃণা ;

কিংবা, অবচেতন মনে কোন অতৃপ্তিবোধ।

সম্পদে পরিপূর্ণ পৃথিবীর বুক 

অপ্রাপ্তির তালিকা, সেতো অসম্পূর্ণ থাকবেই। 

ভারতবর্ষের জনসংখ্যার মত 

ক্রমাগত ক্রমবর্ধমান সংখ্যা ; তবু --- ।

তোমার এই বিশেষ দিনে, 

যখন কেউ ফোনে আমায় বলেন, 

দাদা -- আজ কবিগুরুর জন্মদিন , 

আপনার কবিতাটা দিন ;

একবার আবৃত্তি করি -,

কিংবা , কাকু কবিতাটা সত্যি 

খুব ভালো , সময়োপযোগী, 

আমি কি এটা নিতে পারি ?

বিশ্বাস করো, মনটা আনন্দে ওঠে ভরি ।

ইচ্ছে হয় , কিছু একটা করি ।

মুহূর্তটাকে রাখতে ধরে , ছড়িয়ে দিতে আনন্দকে 

একটা কিছু করা  চাই। নিদেনপক্ষে --, যা কিছু, 

 একটা না হয় ছোট্ট করে , কবিতা অন্তত লিখতে চাই ।

আসলে তোমার জন্মদিন

তোমাকে নিয়েই ব্যস্ত থাকার কথা ।

যে বিশাল ভান্ডার রেখে গেছো তুমি 

সে আলীবাবার অবাক করা গুহা।

রত্নশালে রকমারি রত্নরাজির মেলা ।

রচনাবলীর পাতায় পাতায় 

কি অপূর্ব ছাপা অক্ষরে খেলা ।

তারই ফাঁকে হঠাত আগছালে

কেউ যদি, আমার মনে করে , 

আনমনে এক কবিতা নেয় তুলে ,

সে আমার কবিতা নয় নিশ্চয়ই , 

আমার প্রতি অসীম ভালবাসা ।

আমার জন্য একটুখানি আলাদা করে ভাবা।

ভাবি সার্থক, সত্যি সার্থক আমার রাত্রি জাগা

ভাবনা নিয়ে গুলতি খেলা,

শব্দজালে ভাবনা ঘরে রাস-ঝুলনের দোলা ।





Comments