ফুটবল

ফুটবল 

চলেছিলাম ময়দানের ঐ পাশ ঘেঁষে 

দেখতে পেয়ে চমকে আমি থমকে গেলাম, 

ব্যস্ত তুমি ছুটছো তখন ক্রমে

তোমার জন্য সহানুভূতি দিলাম ।

ইচ্ছে ছিল বসি তোমার পাশে

সুখ দুঃখের হোক না বিনিময়

তোমার তখন সময় কোথায় বলো? 

পায়ের চাপে থেমে থাকার ভয় ।

অবাক দেখি মাঝমাঠেতে ঐ যে ধায়ে 

ছুটছো যেন ব্যস্ত লাথির ঘায়ে 

ছিটকে যদি বাইরে গেলে ভুলে,  

আনছে টেনে ত্রস্ত পায়ে দলে ।

তোমায় ঘিরে জীবন বাজি সবার 

তাঁকিয়ে দেখো নৃত্যরত জাতির অলংকার ।

বিশ্বজুড়ে তোমায় ঘিরে উন্মাদনা 

খবর কাগজ টিভি পর্দায় বন্দনা 

এই যে এতো মারছে লাথি পা'টি

তাকে ঘিরেই সবার মনে সম্মাননা ।

ছুটছো তুমি এদিক থেকে ওদিক

থমকে গেলে চলবে কেন  বলো ?

এই খেলা তো থেমে থাকার নয়।

থমকে গেলেই খেলার মজা গেল ।

তোমায় ঘিরে সাট্টা বাজার গরম

ভাগ্য চাকা ঘুরছে দেখো চরম ।

যাদের পায়ে দম বেশি , রাজার রাজা 

জগতটাতো খেলার মাঠ, হাঁড়ি পাজা

তোমায় নিয়ে খেলছেতো নয় , লুটছে মজা 

গুড়িঁয়ে হাড় থ্যাথলা মুখে রক্ত তাজা।

এক জায়গাতে তুমি আমি সবাই এক

শিকড়বিহীন বাস্তুহারার ভিক্ষু ভেক।

ছুটছো তুমি ময়দানেতে মন ভরাতে 

আমি ছুটছি এনআরসি ছুট নাম লেখাতে ।

ছুটছি দুজন বৃত্ত মধ্যে মুন্ডুহেট ।

সাদা চূণে তোমার সীমা একশ গজ

আমি ছুটছি লংকা, নেলি, করিমগঞ্জ 

ডাউকি থেকে ডবকা, আবার পেঁচারতল

সুতারকান্দি, পাথারকান্দি,  মহাকল।

আমরা কেবল  ছুটছি শুধু ছুটছি হে

মুখের মধ্যে ফেনা তুলে ধুঁকছি যে

ভাবছি শুধু এইযে চলার শেষ কোথায় ? 

ছিন্নমূল সব বাস্তুহারার ঘর কোথায় ?

আর কতকাল, আর কতদিন চলবে চলা ?

গদীর লোভে লোভ দেখানো চালকলা ?

আগুন নিয়ে খেলছো যারা খেলতে পারো

জ্বলতে পারে তোমারই হাত দায়টি নিও।

বন্ধুবর, জ্বলতে পারে তোমারই ঘর দায়টি নিও ।

 


Comments