ভুতের রথ

তোদের চাই একটা রুটি

আমার চাই গোটা দোকান

তোদের চাই তেষ্টাতে জল

আমার কন্ঠে মারণ গান ।

তোদের জন্য অনুকম্পা

ভীরু সব, ভীষণ ভয় ।

ভিক্ষাতে যে স্বাধীনতা 

বুদ্ধিতে অবক্ষয়।

আবেগ সাগরে থাকিস তোরা

আমি ময়ূরপঙ্খী নৌকা 

জোয়ারে যখন উথলে সাগর 

ঘর গোছাবার সেইতো মৌকা ।

যাদের তোরা নেতা মানিস

অন্ধ হয়ে গন্ধ শুঁকিস

আমরা সবাই আত্মকেন্দ্রিক

কেন এত বুদ্ধু ভাবিস।

চোখে তোদের নোনা জল 

শহীদ নিয়ে দেশ উথাল 

আমার চোখে ভোটপাখি 

মৃত্যু হোক দাবার চাল ।

নিজের দোষ পরের কাঁধে 

দশের দৃষ্টিতে ভ্রষ্ট পথ 

কিছুতেই আর বিশ্বাস নেই 

শষ্য নাকি ভুতের রথ।



Comments