ডাক ডাক কিসকি ডাক

ধোঁয়াটে আকাশ, হালকা গরম 

শীতের সেই কনকনে ঠান্ডা --,

এখন ইতিহাস ।

আমের ডালে দেরীতে হলেও 

অগুন্তি মুকুলের হলুদ চাদর।

বাতাসে কিসের পূর্বাভাস? 

আমি তো প্রভুভক্ত নই, 

তুমি কি কিছু বুঝতে পারো , বন্ধু  ? 

অবিন্যস্ত শুকনো পাতারা দেখো

দিশেহারা মাতাল হাওয়াতে --,

ছিন্নমূল ওরা।

বসন্তে কোকিলকে বিশ্বাস করো না

ওরা স্বার্থপর হয় , 

সুখেতে গুণ গায়, কাঁটাতে নিমক ।

পলাশে যখন আগুন ঝরে 

প্রেমিকের হৃদয় পুড়ে খাক ।

আমি পলাশ কিংবা প্রেমিক নই

তবু দাবানলে ভারী ভয়।

ফাগুনের উতাল হাওয়াতে

বসন্তের রঙে যদি মজেছে মন ;

মনে রেখো কালবৈশাখী দাঁড়িয়ে অদূরে , 

শুধু সময় আর তোমার নিমন্ত্রণের অপেক্ষা ।

যদি নিরাপদে বাঁচতে চাও, 

জোর করে মনে ফুর্তি আনো, আর --

এসো শ্যাম-বেটে চোর পুলিশ খেলি

ডাক ডাক ডাক কিসকি ডাক -------।

 

Comments