কবি

ওদের একটা বৃত্ত আছে 

ওসব ভাঙ্গতে যেও না।

ওখানে ঘাসফুল ফোটে

ওড়ে হলুদ প্রজাপতি

শিশিরে শিশিরে হয়

কানাকানি কথা। 

আকাশে যখন রামধনু জাগে 

ওখানে জন্ম নেয় শুধু কবিতা ।

ওদের একটা স্বপ্ন আছে 

একটা দেশ, যেখানে কেউ অভুক্ত নয়

শিক্ষা যেখানে মানুষ গড়ার কারিগর 

ধর্ম সেখানে মনমন্দিরে উজ্জ্বল 

তখ্তে থাকার সুড়সুড়ি নয় কখনো।

শাখামৃগের এখানেও অনেক প্রজাতি 

মন্দির মসজিদ আর গীর্জায় 

স্বপ্ন তবুও বিশ্বাস রাখে একান্তই গোপনে

সব কথা শেষ হয় শুধুই  মানবতায় । 

ওদের কিছু স্বাধীনতা আছে 

সত্য কথা স্পষ্ট করে বলার 

সমাজের সূক্ষ্ম  মুহূর্ত সব শব্দের ইন্দ্রজালে 

মনের ক্যানভাসে আঁকে মসির ছোঁয়ায়।

এখানে গোলাপ বা পদ্মে কারো পেটেন্ট নেই

নেই ত্রিশূল বা কৃপাণে কারো একছত্র অধিকার ।

তবু মাঝে মাঝে ওঠে ঝড়, নিম্নচাপ 

আবর্জনা আকাশে উড়ে ক্লেদাক্ত করে মন ।

শুভবুদ্ধি তখনও বলে , তুমি স্থির থাক কবি ---

তোমার বিশ্বাসে তুমি অটুট থেকো 

দ্বিচারিতা তোমায় শোভা পায় না ।

পৃথিবীতে তোমার যে ভীষণ প্রয়োজন  ।

Comments