ডিক্কি চিকির গান

ডিক্কি চিকি, ডিক্কি চিকি,  ডিক্কি চিকি চাং

চাইয়া দ্যাখো রাস্তা জুইড়া ভুতের পুলাপান 

ডিক্কি চিকি, ডিক্কি চিকি,  ডিক্কি চিকি চাং।

মদের সাথে ডিজে বাজে ওষ্ঠাগত প্রাণ ।

ওল্লারে ওল্লারে ওল্লারে ঔ

ওল্লারে, ওল্লারে ওল্লারে ঔ

মাইয়া নাচে, পুলায় নাচে, নাচে নাতিন বৌ ।

আহা ওল্লারে ওল্লারে ওল্লারে ঔ ।

সুন্দরী বৌ, সুন্দরী বৌ, 

ডিজের সাথে অঙ্গ দুলাইছস 

ঢাকের তালে সুর নাই, তাই তো ডিজে বাজে গো

তাই তো ডিজে বাজে 

রাস্তা পাশে হাভাতেদে তাইতে পরাণ  মজে গো ।

সুন্দরী বৌ, সুন্দরী বৌ 

রাস্তা জুইড়া রঙ্গে মজাইছস ।

একটি কালীর মূর্তি যায় ,

একটি কালী নাচে গো একটি কালী নাচে 

পেপসি বোতল ভর্তি করে ব্রান্ডিতে ঠোঁট ভাসে গো।

সুন্দরী বৌ, সুন্দরী বৌ, ভিজের সাথে অঙ্গ দুলাইছস ।।

ঝিলকি দে ঝিলকি দে ,আয়রে আয়রে ঝিলকি দে 

চান্সে ডান্স পল্টুর ফ্রেন্ডস, বুল্টিরে ভাই বোতল দে।।

আই আইআই-বৌদি গো, সুইট সুইটি-নটি গো 

একঢোক রাম গলায় ঢালো দেখি , 

জ্বলবে না, জ্বলবে না গলা এবার 

মায়ের প্রসাদ দাদার ঘরনী ।

রামেতে চুমুনি, মাথাতে ঝিমুনি 

অঙ্গেতে ফূর্তি তুলে বক্ষ দোলা চাই।

আই আইআই-বৌদি গো, সুইট সুইটি-নটি গো 

একঢোক রাম গলায় ঢালো দেখি ।

বাবা ভূতনাথ, আমরা তোমার চেলার ফ্রেন্ডস;  ওদের সাথেই করি ড্যান্স, একটু আধটু ফূর্তি করি, আমরা সবাই তোমার ফেনস্ , নাথিং এলস্ ।

একটুখানি দেখো বাবা । করুনার যে নো এন্ডস্ ।

ডিক্কি চিকি, ডিক্কি চিকি,  ডিক্কি চিকি চাং

রাস্তা জুইড়া নৃত্য চলের উলটাইয়া ঠ্যাঙ 

ডিক্কি চিকি, ডিক্কি চিকি,  ডিক্কি চিকি চাং।।




Comments