বন্ধ

পড়শীর মুখে শুনতে পেলাম 

আগামীকাল  বন্ধ । অবাক কান্ড ! 

মনে মনে খুশিই হলাম, 

সবেতন  ছুটি পেলাম 

খবরটা যে খুশির, সন্দেহ নেই তাতে ।

শনি রবি বন্ধ দিনেও এত কাজের চাপ 

সকাল সন্ধ্যা ছোটার পরও বসের অনুতাপ 

কাজের কাজ হচ্ছে নাকো কিছুই।

আরো ছোট,  আরো জোরে 

জীবন শক্তি নিংড়ে দিয়ে 

মানুষ থেকে যন্ত্র হও , যন্ত্র হওয়ার মন্ত্র নাও 

মানুষ হচ্ছে সকল নষ্টের মূল ।

বিবেক বুদ্ধি বন্দি করে, নিত্য নতুন সন্ধি করে 

শক্ত করে আঁকড়ে ধরো উন্নয়নের শূল ।

এই যখন চলছিল, পারদ শুধু বাড়ছিল, 

এমন দিনে খুশির হাওয়া , সবেতন বন্ধ পাওয়া 

কাজের কথা বলবে এমন সাধ্যি বসের নেই।

খবরটা যে খুশির তাতে সন্দেহতো নেই ।

পড়শী বললে পার্টি দিন। আমি বললাম, নাহয় দিলাম 

ডাকলে কারা, কিসের দাবি, কে সেই আলাউদ্দিন ? 

কেউ বললে পেট্রোডিজেলের দাম বেড়েছে 

তাই এই আন্দোলন ।

ভাবি এতদিনে ভাঙ্গলে বুঝি ঘুম ।

মনকে বলি ক্ষতিটা কি, আছে পূর্ণ সমর্থন ।

দাম বাড়লে কিনবে কম, চলবে কম ; 

কমবে ট্রাফিক জ্যাম ।

সরকারতো বুদ্ধু নয়, জেনে বুঝেই করেছে সব, 

আমজনতার পুরবে মনস্কাম ।

হ্যাঁ, সত্যি বলতে, পারত তারা 

কর কমিয়ে দাম কমালে, মিলত সাড়া ।

তবে কিসের প্রয়োজন ?

তেমন করে বলছে কি কেউ বাড়ছে দাম

দিন চালানোর খরচ তুলতে ছুটছে মাথার ঘাম ।

হাট বাজারে শপিং মলে বলছে কি কেউ 

পারছি না আর, বন্ধ হবে দম।

তবে কিসের প্রয়োজন ?

কেউ বললে, দুর মশাই, ওসব কিছু নয় ।

আসছে বছর আবার নির্বাচন ।

অঙ্ক কষে দেখতে হবে থাকছে কটা আসন ।

এসব তারই আয়োজন ।

আমি ভাবি, বাহ্ রে আমরা ! সত্যি আমরা বেশ !

আমজনতা দাবার গুটি, ভোট আসতেই ছোটাছুটি 

কুম্ভকর্ণের পুড়লো নাতো ঘুম।

বন্ধুরা, ক্ষমা করবেন,  বিপক্ষে নই,  

দ্রব্য মূল্য বৃদ্ধি, তার প্রতিবাদ, 

এই দাবি আমার আপনার,  আমজনতার 

দলমত নির্বিশেষে সবাই শিকার ।

বন্ধ্ নাকি শুনেছি, আন্দোলনে অন্তিম প্রহার ।

তবে তারও চাই, পূর্ণ প্রস্তুতি, চাই জনজাগরণ , 

জনমত গড়া চাই, চাই সর্বস্তরে পূর্ণ সমর্থন 

অন্যথায় আন্দোলন ক্ষতিগ্রস্ত হয় , 

হয় বার্ষিকী উৎসব পালন ।

বন্ধুরা, একটু ভাববেন অবশ্যই।

Comments