অমন করে ডাকবে নাতো আর
সুখের তরে ঘর যে বাঁধা আমার
ঘর তো নয় স্বপ্নবিলাস
দেওয়ালগুলোয় কুসুম তোলা
কোণায় রাখা ফুলদানিটা --
বিদেশী সব, অনেক দামী
বেলজিয়ামে সেবার গেছি ---
কোম্পানিতে গিফট পেয়েছি,
আকাশটাতো স্বপ্ন দিয়ে ভরা ;
সেই স্বপ্নগুলো তারার মধ্যে রাখা ।
সবই আমার নতুন আবিষ্কার ।
অমন করে ডাকবে নাতো আর ।
এখন আমার বাউন্ডুলে ইচ্ছেগুলো
লতার মতো বাড়ে ।
শক্ত করে জড়িয়ে ধরে শূন্যে ঝুলে ।
স্বপ্নগুলো ফুলের মতন
রঙিন ভীষণ কোমল গড়ন নজর কাড়ে ।
আবেশ দিয়ে বিভোর করে ইন্দ্রজালে
এই সবই আমার নতুন আবিষ্কার ।
অমন করে ডাকবে নাতো আর ।
কেউ বলে আমি বাজে মেয়ে, অর্কিড
আমি বলি তাতে তোমার কি ভাই
তুমি তো জানো না, ইন ডীড --
আমি তো তাই হতে চাই।
আমি তো পরগাছা হই, হাঁড়িচাছা
পরের রক্ত শুষেই আমার জীবন বাঁচা
আমি চাই দেখুক সবাই, আমার এই রূপ
হিংসে করুক, অবাক চোখে আগুন জ্বালুক
কামনার লোলুপ ঠোঁটে লালসা ঝরুক ।
প্রতিদিন নতুন রূপে খুঁজবো আবার ।
নতুন করে আপনারে করব আবিষ্কার ।
অমন করে ডাকবে নাতো আর ।
কি বললে , ভালবাসো ?
ভালবাসার কি ছাই বোঝো
জানো কি তা কিসের সংমিশ্রণ ?
ভালোবাসতে কি চাই জানো ?
একটা ভালো বাড়ির প্রয়োজন ।
ভালো একটা বাড়ি চাই, সাথে একটা গাড়ি
যখন তখন দিতে হবে সুদূর বিদেশ পাড়ি
সেইজন্যেতে থাকা চাই পকেট ভীষণ ভারী ।
এই কাঁধে ঝোলা, চোখে চশমা উদাস করা চোখ
সে চোখেতে কাব্য মানায়, স্বপ্ন দেখায়
কালির কলে তুফান তুলে বিবেক জাগায়
ভালবাসা জাগায় না যে , ঘামেই ভিজে বুক।
এ আমার অভিজ্ঞতা, নিত্যদিনের তিক্ততা
আমার অভাব মনের আতুর ঘরে
চোখের জল আর রুক্ষতা
আমার সকল তিরস্কার ।
আমার নতুন আবিষ্কার ।
অমন করে ডাকবে নাতো আর ।
Comments
Post a Comment