কলঙ্কিনী

ব্যালকনিতে যে ফুল ফুটেছে

সেটাই নাকি হাসনাহানা 

কাল রাতে মাখা সুগন্ধিটা 

তার গন্ধ আমার  জানা ।

তোমার ঘরের কোণা কোণায়

এখন প্রচুর ব্লীডিং হার্ট 

এই চলা পথের প্রতিটি বাঁক 

আমার তুলির সূক্ষ্ম  আর্ট ।

লোকে আমায় কলঙ্কিনী বলে 

আমার তাতে কি যায় আসে, 

স্পর্শে যার  আমার কলঙ্ক দাগ

তার আসন দিগন্ত আকাশে ।

কলঙ্কে আমি ভয় পাইনেকো 

চাঁদেরও তো কলঙ্ক আছে 

ভয় শুধু যে  আহা অহর্নিশি 

ওহে, হারাই যদি তোমায় পাছে ।

 

Comments