জন্মদিনে

আজ তোর জন্মদিন 

লক্ষ্মী ছাড়া বৃষ্টি আর স্যাতস্যাতে মনের

ঘ্যাষ ঘ্যাষ শব্দে একটানা জীবনের

আরো একটা মাইলফলক ।

তোর জন্মদিন ।

তোর জন্মদিন মানেই 

তোর অসুস্থ মায়ের সকাল থেকে ব্যস্ততা

রান্নাঘরে ক্রমাগত টুংটাং শব্দ 

এক বাটি পায়েস, মাংস আর ফ্রাইডরাইস 

অবশ্যই ঠাকুর ঘরে আধঘন্টা বোনাস 

আর, আর দীর্ঘ প্রতীক্ষা।

তোর জন্মদিন ।

তোর জন্মদিন মানেই 

আয়নাতে নিজেকে দাঁড় করানো, 

চাওয়া আর পাওয়ার মধ্যে যে বিশাল ফাটল 

ক্রমাগত দীর্ঘতর হচ্ছে 

বুকের পাঁজর দিয়ে তাকে আটকে রাখার চেষ্টা , 

চাবুকে চাবুকে স্বপ্নকে নিয়ন্ত্রণে আনার কৌশল

আর ---, আর নিজের প্রতি নিজের অবজ্ঞা ।

তোর জন্মদিন ।

তোর জন্মদিন মানেই 

নিজেকে নিজের চিনতে শেখা

স্বপ্নের একটা গন্ডী থাকা উচিত, জানতে শেখা,

আকাঙ্ক্ষার তুলা দন্ডে ভারসাম্য যে কতটা জরুরী 

তিলে তিলে উপলব্ধি করা আর --

আর প্রার্থনা করা , হে পরমপিতা , 

অনেক দিয়েছে প্রভু ;

অনাকাঙ্খিত খুশি আর অপ্রাপ্তিতে তৃপ্তিবোধ।

দিয়েছ উজার করে অসীম করুণায় 

অন্ধের যষ্টির শিরে সাফল্যের শ্রেষ্ঠ পালক।

আর উপলব্ধি করতে শিখিয়েছ

সাফল্যের আনন্দেও বিস্বাদ লুকিয়ে থাকে, 

শুধু সময়ের অপেক্ষায়।

আজ তোর জন্মদিন 

কতদিন তোকে দুচোখ ভরে দেখিনি মা

তোর চিবুক ছুঁয়ে আলতো আদর করিনি কতদিন ।

পেছন থেকে হঠাত করে  জড়িয়ে ধরার আনন্দে

আজ কতদিন হয় , চমকে উঠিনি।

তোকে যে খুব মিস করি মা ।

কবে বাড়ি আসছিস বল ---?

আমাদের অন্ধের যষ্টি তো তুইই !












Comments