বিশ্বাস

কি চাও তুমি, চিৎকার করে বলি

"আমি তোমাদের সাথে নেই ,

তোমাদের লোক দেখানো আদর্শ ,

তোমাদের জনদরদী কান্না ,

দফায় দফায় সভা আর আশ্বাস 

আমার ওই সবে আর নেই  বিশ্বাস ।"

তুমি চাও ? আমি চিৎকার করে বলি?

আমি বলবো না।

যত কঠিন নিষেধ থাকুক পথে নামার

আমি মানবো না।

কারণ আমি জানি তোমরাই শেষ কথা নও।

ছোটবেলায় শিখেছিলাম বাবার কাছে 

 সমাজ গড়েছে নাকি তিনটে বিভাগ

কালক্রমে জানা গেল তারও আছে ভাগ।

এখন বুঝতে পারি  যা শিখেছি ভুল

সমাজে বর্তমানে শুধু বিভাগ দুটি

মুষ্টিমেয় ধনী আর মুষ্টিবদ্ধ ধনহীন-ই।

মাঝখানে লুটোপুটি লুডু খেলার গুটি

এইবুঝি সাপে খায়, মই বেয়ে উঠি। 

দুনিয়া জানে, তোমরা নেতারা সবাই 

মুখোশ সর্বস্ব, যার সার ভাষণটাই 

তবু যে আগুন জ্বলছে প্রতিটি হৃদয়ে 

আমি বিশ্বাস রাখি তা নয় নিভিবার ।

যে স্বপ্ন আছে শিয়রে শায়িত

যে প্রত্যয় আছে যতনে লালিত 

আগামী দিনেতে তার জয় দুর্নিবার ।

যতই ভঙ্গ হোক বিশ্বাস বারবার, 

একদিন ঘুচবেই সব অন্ধকার ।

আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস 

ঘুচবেই ঘুচবে সব অন্ধকার ।


Comments