কাঁটাতার

সত্যি সুনীলদা , শতাব্দী পেরিয়ে গেল 

এখনো মানুষগুলো সেই  ছেলেমানুষ ---

শত চেষ্টাতেও বড় হতে পারলো না ।

পদে পদে এত পদাঘাত , এত লাঞ্ছনা

তবু জানো, ওরা রুখে দাঁড়াতে শিখে না ।

মাথার উপর আকাশটাতে মানচিত্র এঁকেছে 

রেখায় রেখায় তার  তাজা রক্তের ছাপ

রক্তের স্বাদ নাকি লোনা হয় আমি জানি না, 

তবে ভীষণ ভয়, যদি নেশা হয়ে যায় ।

কেউ যদি জানতে চায় , কি আছে দেখার

গর্বের সাথে বলে ওরা সীমান্ত রেখা, 

আর -- ? আর সীমান্তেই  কাঁটাতার বেড়া ।

বন্ধু কাঁটাতার বেড়া শুধু সীমান্ততেই আছে ?

আর কোথাও পাওনি খুঁজে পাতা

যদি দেখার মত চোখ থাকত আজ , 

দেখতে কাঁটাতার মনের মধ্যে গাঁথা ।



Comments