জয়শ্রী

সত্যি জয়শ্রী, তুই পারিস বটে
মোবাইলটি হাতে নিয়ে যা এলো মনে
টপাটপ টাইপ করে তাই দিলি ঠুকে
এই যে লিখছিস , নিজেইতো দেখছিস
সব কেমন নির্বিকার, চেত চৈতন্য হীন।
তবুও তুই ভাবছিস , ক্রমাগত লিখছিস
সত্যি তুই পারিস বটে।

আচ্ছা জয়শ্রী , তুই কেমন তরো মেয়ে গো
শহর জুড়ে চৈত্র মাসের রমরমা বাজার
দোকানেতে পসরা দেখো রকম হাজার হাজার ।
ছাতা জুতো লাঠি থেকে মগ ফিল্টার বাটি
কি নেই এই বাজারেতে, সবাই বলছে খাঁটি।
কেউ কিনছে কাপড়, তো কেউ বেডকভার
এই গরমেই কেউ কিনছে সস্তায় পুলওভার ।
কারো চাই ফিল্টার , কারো গ্যাস স্টোভ
কেউ কিনছে সস্তায় কেউ দরদামে খুব ।
দোকানেগুলোয় মা মাসীদের নাজেহাল দশা
তুই  কোথায় এসব ছেড়ে মোবাইল নিয়ে বসা
সত্যি, তুই পারিস বটে ।

তুই কি জানিস জয়শ্রী, চৈত্র সেলের খবর
এবার নাকি আনন্দময়ীতে, বালুচরীর বহর
বেনারসী, কাঁথা সিল্ক, বোমকাই মেখলা
সতুপিসী যে কি খুশি দাঁত দুটো ফোকলা
বললে , নাহাটাতে গিয়েছিলাম কি গরম কি গরম
তারপরও কিনেছি, দুটো শাল কি নরম।
বললে লিপস্টিক কিনেছি রে, পন্ডসের পাউডার 
তারিখটা দেখে নিস, এক্সপেয়ারী কি কভার ।
আহারে সতুপিসী, লুনাদিদি সবাই আজ বাজারে
তুই শুধু বসে আছিস  মোবাইলের মাঝারে ।
সত্যি তুই পারিস বটে ।

জয়শ্রী, তুই কি চাস বলতো?
ধর্মেতে সম্প্রীতি ? জাত পাত বন্ধ ?
বিটকেল ভাবনা সব শুটকির গন্ধ --
নারীদের মুক্তি!  সমাজে সুরক্ষা !
প্রতিটি শিশুর জন্য স্বাস্থ্য সুশিক্ষা? -- সম্ভব নয়।
স্বপ্নের দেশে থেকে অদ্ভুত জাল বোনা , বাস্তব নয়।
ধর্মের বাহানায় সরকার যদি গড়া 
জাত পাত ভাবনাতে প্রশাসন হয় ভরা
তারপরও দেশ জুড়ে ভালো থাকা সম্ভব ?
সত্যি জয়শ্রী, তোকে নিয়ে অসম্ভব ।

সুপ্রদীপ দত্তরায়

Comments