কালের রথের চাকা গোশালায় গাঁথা
ক্লান্ত, শ্রান্ত নাকি নুইয়েছে মাথা
বাসুদেব বুদ্ধিদাতা অধর্ম ধারণে
প্রতিবন্ধী শব্দসব অগ্নিবাণ হানে ।
আনাচে কানাচে আজ গাজনের নাচ
অগ্নিসুদ্ধ দেহ চাটে বিকট পিশাচ ।
দেশ জুড়ে শীৎকার ব্যাভিচারী মন
বর্বরে নৃত্য করে নন্দনকানন ।
প্রতিবাদী ভাষা? সেতো লালসায় ঠাসা
শকুনী সভায় বসে নিত্য খেলে পাশা ।
বাতাসের বুকে আজ বারুদের গন্ধ
রন্ধ্রে রন্ধ্রে আজ দাসত্বের আনন্দ ।
Comments
Post a Comment