ভাঙা দুয়ারে

ডানা যার ভেঙে যায় কি করে সে উড়ে
মনটাই ভাঙা তার ভাবনার ঘরে ।
কাঁচ ভাঙা ভালবাসার বুক ভাঙা কষ্ট
কুল ভাঙা ঢেউ তুলে  নিরলস আবিষ্ট ।
ঘুম ভাঙা চোখ ভাসে বাঁধ ভাঙা জলে
ভালবাসা ঘর ভাঙে ভাঙা এ কপালে
রাত কাঁদে দেউলিয়া, ভুল ভাঙা মনে
সাজানো স্বপ্ন ভাঙে ক্ষণিকের ভুলে
আকাশটা ভেঙে যত বৃষ্টি যে হয়
সিঁড়ি ভাঙা প্রেম  তারে জেগে জেগে কয়
অভিমান ভেঙে যদি মনে পড়ে মোরে
আবারো এসো ফিরে ভাঙা এ দুয়ারে।

Comments