তোমাকে

তোমাকে

কিছু শব্দ আছে যা কালের চক্রেতে ,
রূপ বর্ণহীন এই গোধুলি বেলায় ।
প্রবঞ্চকের ক্রমাগত  উচ্চারণে
বারংবার আজ সে সতীত্ব হারায় , তবু --
তবু এই শুভ্র কেশের, ইচ্ছে জাগে মনে
নাভিমূলে সৃষ্টি হওয়া সাস্বত শব্দ ,
ঠোটের স্পর্শে তাতে প্রাণ বায়ু দিয়ে ,
প্রাণ মন এক করি তোমারে শুধাই
" ভালবাসি, ভালবাসি, ভালবাসি ,
প্রিয়তমা মোর, ভালবাস তো আমায় ? "

সুপ্রদীপ দত্তরায়

Comments