এই যে কুষ্মাণ্ড
কি সব করছিস , কবিতা লিখছিস
বাঃ , বেশ ভালো , এভাবেই চালিয়ে যা
পর পর লিখে যাবি তারপর পোস্ট দিবি
টপাটপ কমেন্টেতে পেজটা ভরিয়ে যা
কেউ বলে খুব ভালো, কেউ বা গুরু হে
ভাবনার কি আছে স্পীডটা রেখে যা।
বলবে , কি হে কবি, এইবার কি আছে
যা সব দিচ্ছ না হার্টেই লাগছে ।
তারপর -------
তারপর ধীরে ধীরে কমেন্ট টা কমবে,
ট্যাগ যত বেশি হবে, লাইক তত কাটবে।
তারওপরে একদিন --- সেইদিন --- ।
আসলে রোজ যদি হোলি আসে
তাতে আর মজা কিসে
এতো সেই সাবেকী খুনসুটি
রোজকার বাসে বসে
তাই বলি বাছাধন, এইবার থেমে যাও
কবিতার ফোয়ারাতে ছিপিখানা টেনে নাও
মাঝে মাঝে দিও বটে পুরোটাই বন্ধ না
একদিন বলবিরে, কথাটা মন্দ না ।
Comments
Post a Comment