বন্ধু হে

বন্ধু হে --

তোমার  মৃত্যুর জন্য আমিও দায়ী , বন্ধু হে
তোমার মৃত্যুর জন্য আমরাও দায়ী ।

তুমি ছেলেটি সরল ছিলে,  খানিকটা  পাগল
প্রাণ চঞ্চল , হাসি উজ্জ্বল,
মন্দ তুমি  ছিলে না মোটেই ।
এক পৃথিবী ভালবাসা অনাবিল সুখে
বিলিয়েছো যত কুড়িয়েছো অধিক
ছোট্ট এই বুকে।  তবু সাধ মেটে নি ।
আরো চাই, আরো চাই এমন কিছু নেশা
সব কিছু ভুলে থাকার, সুখ, স্বপ্ন, আশা ।
কিন্তু কেন  ? কোথায় কেটেছে তার?
কোথায়  বন্ধু তুমি ছায়া সঙ্গী তার ?
অকালে ঝরলো যে 'তারা' নীল অলকায়
রক্তাক্ত হৃৎপিণ্ড মায়ের, মোরা অংশীদারি ,
বন্ধু হে,
তোমার মৃত্যুর জন্য আমরা যে দায়ী ।

কতদিন কত অনুষ্ঠানে ডেকেছি তোমায়
নিজের ক্ষুদ্র স্বার্থে তোমার বেপরোয়া  জীবন
কতবার কতবার করেছি সমর্থন
কখনো প্রত্যক্ষে বা নীরবে কখনো
বারবার বিবেকের করেছি অবিচার ।
বিষ শুষে বিষক্রিয়ায়  শরীর বিকল
প্রতি অঙ্গে বিদ্রোহের তীব্র অনল
ক্ষয়িষ্ণু পঞ্চভুত গায় নির্বানের বাণী
ভবিতব্য অদৃশ্য নয়, সব কিছু জানি
নীরব, কেবলই নীরব থেকেছি শুধু
স্বার্থান্বেষী  সব মোরা গোবরের পোকা ।
দুটি কাঠি নৃত্যরত দুআঙ্গুল ফাঁকে
ধীরে ধীরে স্তব্ধ হলো স্তিমিত আগুনে
আমাদের ভুমিকা সেথায় কি ছিল সখা ?
কেন তারে সাথ দিনু  ঠেলি অস্তাচল ।
অজান্তে হলেও বন্ধু, হই অপরাধী
তোমার মৃত্যুর জন্য আমরাই দায়ী।
বন্ধু হে,
তোমার  মৃত্যুর জন্য আমিওতো দায়ী ।

সুপ্রদীপ দত্তরায়

Comments