রাজা আমার

আরো কিছুকাল থাকো বসে চুপটি করে 

                   নেতা আমার 

এন আর সি আর ডিটেনশনে রাত দুপুরে 

                  ঘুম যে কাবার ।

ঘরেতে নোটিশ আসে  ,  বাতাসে ভয় যে ভাসে 

হাজিরা দাও যে এসে রাজার বাসে রুদ্ধশ্বাসে, 

বছর বছর ব্যস্ত রেখো এমনি কাজে অনন্ত  ত্রাসে

                         রাজা আমার।

         এন, আর, সি, তো বাংলাতে নেই

               ত্রিপুরা আর পাঞ্জাবে নেই 

এই নিয়ে কি দন্দ্বটি নেই, এই কথাটি বলতে পারে

                     কোন সে গাওয়ার ।

Comments