আনন্দ

তোমাকে দুর থেকে দেখি --

রামকৃষ্ণ মিশন কিংবা বিয়ে বাড়ির আড্ডায়।

তোমার কপালে কুঁচকানো চুল তোমার উপস্থিতির ঘ্রাণ, আমাকে মাতাল করে ।

তোমার ঠোঁটের ঐ চিলতে হাসিতেই আমার স্বীকৃতি ---

এতেই আমার আনন্দ ।

তোমার সিঁথিতে অন্যের  সিঁদুর ।

আমাদের সম্পর্কটা অনেকটা অনাকাঙ্খিত রেল ট্র্যকের মত ।

সমান্তরাল ---

কোন এক জংশনের অপেক্ষায়।

তবু যখন যেতে যেতে বলে যাও --শুধু  একটি কথা 

-- " কেমন আছো? " 

আমার কানে ভাসে মোহনিয়া বাঁশি ।

এতেই আমার আনন্দ ।




Comments