পেয়ারা গাছ
কানুনগো সাহেব এসেছেন, এখন জরিপ হবে
খুটির মাথাগুলো লাল রঙে রাঙানো হয়ে গেছে ।
বাঁশবেড়া যা কিছু প্রয়োজন, জড়ো হয়েছে,
লোক মজুর রাখা, শুনেছি পুলিশ আসার কথা
এবার হিসেব হবে চুলচেরা, একদম কড়ায় গন্ডায়
এই ভিটে, এই তুলসী মন্ডপ , পেছনের ঐ ডোবা ,
বাড়ি ভর্তি সুপূরী গাছ, কিংবা --- , না থাক ওটা
ঐ পেয়ারা গাছটা সীমানায় সাক্ষী হয়ে থাকুক
সাক্ষী থাকুক, আমরা একদিন সহোদর ছিলাম ।
মাগো ভাগ্যিস তুমি আজ নেই , নইলে -----
তুমিও যে মা ওই পেয়ারা গাছই হতে।
Comments
Post a Comment