বন্ধুরা

বন্ধুরা

খাটিয়ার পরে আমার শবটা শায়িত
শ্মশানবন্ধুরা একটু তাড়াতাড়ি পা চালাও
আকাশের অবস্থা খুব ভালো নয়
যে কোন সময়ে বৃষ্টি নামতে পারে ।
ঈশান কোনে যে মেঘ জড়ো হচ্ছে
তাতে বৃষ্টির পূর্বাভাস । এই যে বাতাস
মুহুর্তে ঝড় হয়ে উড়িয়ে নিতে পারে 
আমার গলার মালা, রজনীগন্ধার স্টিক
গায়ের চাদর কিংবা পরনের বাস ।
শ্মশানবন্ধুরা একটু পা চালাও প্লীজ ।
আর মাত্র কয়েক ক্রোশ হাঁটা পথ ।

হ্যাঁ , তোমরা আমার বন্ধুই বটে
আমার শেষ যাত্রাপথের সাথী
আফিঙের প্রলোভনে আমার সত্ত্বা আচ্ছন্ন
আমার আদর্শ, বিবেক, বিচার বুদ্ধি  নিষ্ক্রিয়
শরীরে আজ প্রতিবাদের শক্তি নেই
এটাই মোক্ষম সুযোগ আমার সমাপ্তির।
শ্মশানের চন্ডালকে বলে শয্যা তৈরি থাক
ওখানে যেন কালবিলম্ব না হয়।
বন্ধুরা আর মাত্র আধ ক্রোশ পথ।

আসলে যতক্ষণ না আমার দেহটা
আগুনের লেলিহান শিখায় জ্বলে পুড়ে
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর এক মাংসপিন্ড হয়
আমার আমিত্ব, আমার সমস্ত অস্তিত্ব, 
আমার ঐ দেহটা ঘিরে যত অহংকার
আমার সৃষ্টি, আমার স্বপ্ন, কল্পনা
মুখাগ্নির আগুনে তিলে তিলে নাশ হয়
আমার বন্ধুরা, ততক্ষণ জেনো মুক্তি নেই।

সুপ্রদীপ দত্তরায়

Comments