অভাব

কমলিকা আজ প্রথম বসন্ত
তোমাকে খুব মনে পড়ছে আজ ।
হাত ধরে পাশাপাশি মনুমেন্ট ধার ,
চলতে চলতে গায়ে গায়ে ঠোকা ,
পপকর্ণ আর বারোমজার ফাঁকে
উতাল হাওয়ায় ভাসা অবাধ্য স্মৃতি ;
অতীত আমায় উজান পথে টানে ,
কমলিকা তোমাকে আজ খুব মনে পড়ে ।

অন্ধকারে যে খেলা খেলেছিলেম
আলোর ঠিকানা দিলেন আলোর দেবতা ,
আজ সায়ান্হে তারই আশ্রয়ে আছি
আমি আর আমার স্মৃতির মনিকোঠা ।
কেমন আছি, নাই বা শুধালে তুমি ,
ভালো নই তাই বা বলি কেমনে ,
সবই আছে এই নিঃস্বতার রাজ্যে
কমলিকা আমার অভাব একটাই ।
জানি না উৎসব কেন ফিরে ফিরে আসে ।

সুপ্রদীপ দত্তরায়

Comments