এই বয়সে

এখনো হাম হয়

আক্কেল দাঁত ওঠে

 তাতে ভীষণ ব্যাথা, 

এই বয়সেও । কেন জানি না ।

এখনো ফুচকা খাই

 বিগবাজারের মুখে 

কিংবা তোমার অফিস সম্মুখে 

এই বয়সেও । কেন জানি না ।

এখনো পুজোর মরসুমে 

তোমার পথে, অজুহাতে 

দাঁড়িয়ে থাকি কার অপেক্ষাতে? 

এই বয়সেও ? আমি জানি না ।

Comments