আজ আমার ভাষণ ছিল
চৌরাস্তার মোড়ে, পথসভায়।
বিষয়টা তেমন কঠিন কিছু নয়
যুদ্ধ নয় শান্তি চাই । শান্তিপূর্ণ সভা
বক্তা আছেন বটে বেশ কয়েকজনা
আমিই মুখ্য। আর যারা স্কুলমাস্টার
মালা উত্তরীয় দিয়েছিল সবাই
সাথে বিশাল এক ফুলের তোড়া
মন ভরে যায় পেলে এমন শ্রোতা
দিলাম ঝাড়া বক্তৃতা টানা একঘন্টা ।
করতালি আর করতালিতে মঞ্চ গরম
বলছে সবাই এইতো চাই এইনা সাচ্চা ধরম।
আমি হাসি, ভাবি বক্তৃতা এতো অভ্যাস
চাই মাত্র বিষয় আর আয়োজকের আভাষ ।
তাই দিয়ে হয়তো চলতো কিছুক্ষণ
ঘর থেকে ফোন এলো আর কতক্ষণ ।
আমার ছেলের নাকি পুরনো বায়না
পুতলটা ভেঙে গেছে, চাই কিছু খেলনা।
কি আর করা, ছেলে বলে কথা
বাপ হয়ে কি করে দিই তারে ব্যাথা
ভাবলাম, দেই তারে কিছু একটা কিনে
ভীষণ দুষ্ট ছেলে, পুতুলে কি হবে ?
তারচেয়ে দেখে চেয়ে একটা বন্দুক নিলাম ।
বেশি নয় দোকানীকে এগারোশো দিলাম ।
আধুনিক অস্ত্র চেনা থাকা ভালো
দেশের ভবিষ্যত সে, দিশারীর আলো।
তাই না ?
Comments
Post a Comment