মা
আমি আর হোলি খেলবো না
তোমাদের ওই রঙের খেলা
আমার একদম ভালো লাগে না ।
কেউ যদি আমার খোঁজে আসে
দাদার বন্ধুরা, ওপাড়ার শিবুকাকু
কিংবা যদি সুব্রতও আসে
বলে দিও আমি বাড়ি নেই
ওই গেছি কোথাও আশেপাশে ।
আর যতক্ষণ না ওরা চলে যায়
আমাকে তুমি আশ্রয় দিও মা
তোমার ওই ওপরের চিলেকোঠায়
বাথরুমে, খাটের নিচে কিংবা ---
কিংবা তোমার আঁচলের ছায়ায়।
আমার এই খেলা ভালো লাগে না ।
তুমি তো মা শিখিয়েছিলি
অসুর নাশে নাকি এ খেলার শুরু
অসুরের নাশ কোথায় হয় ?
ওরাতো রক্তবিচের বংশধর
বেঁচে আছে সব পুরুষের রক্তকণায়
যখনি সুযোগ আসে , হামলে পড়ে
জেগে ওঠে একে একে নিজ চেহারায়।
আমি যে মা তোমার মেয়ে মাগো ----
বড় অসহায়।
তবে ভয় পেও না তুমি
একদিন নিশ্চয়ই খেলবো
আমি তখন নই মা তোমার কন্যা
আমার মধ্যে পাবে না খুঁজে
শ্যামলী, কমলা বা অনন্যা
আমি তখন দূর্গা, কালি হয়ে
জাগবো জেনো প্রতি মেয়ের মনে
সেদিন হবে সত্যি সত্যি খেলা ।
আজ যা হয়, শুধুই কাদা খেলা ।
সুপ্রদীপ দত্তরায়
Comments
Post a Comment