এত কাছে আসতে কেন চাও
যেখান থেকে ভয়ের সৃষ্টি হয়
এত ভাল বাসতে কেন যাও
ফাগুনে আগুন জ্বেলে বৃষ্টি হয়।
ভালোবাসা দোকানীর খাতা নয়
একটানা বাকী খাওয়া চলে
মাঝে মাঝে অনুরাগ চাই গো
অভিমান পথ পেলো বলে ।
বসন্তে অন্ত আছে বর্ষার নেই গো
কখন ভাসায় চোখ ভয়টা সেই তো
নিঃশব্দ কথা কয় নির্জন স্থানেতে
ভাষা তার বুঝে নেবে সেই মন চাই তো।
Comments
Post a Comment