কাঠি
একটি দিয়াশলাই কাঠির ছিল প্রয়োজন
নব্য সভ্যতার আবর্জনা যত পাহাড় প্রমাণ
স্তরে স্তরে আমার কানে হয়ে স্তূপীকৃত
শ্রবণ শক্তি আমার হচ্ছে ব্যাহত ক্রমাগত,
সযত্নে খুঁড়ি খুঁড়ি তারে তালু বন্দি করি
সমূলে উৎখাতের এবার হয়েছে সময়।
একটা কাঠি দেবেন? এইযে শুনছেন, মহাশয় ?
একটি সাধারণ কাঠি, কখনো সে স্বপ্ন দেখায় ---
জাদুর মোড়কে ঝলসে ওঠে জাদুদন্ড হিসেবে
বোবা কালা দর্শক সব স্তম্ভিত হয়ে দেখে
জাদুদন্ডের অবাক করা সব খেলা । স্বপ্নে ভাসে
বাড়ি, গাড়ি বাগান --- সুখ , শান্তি আর নিরাপত্তা ।
ভাসে জাত, ভাসে জাতি, ভাসে ধর্ম , মানবতা
ভাসে সচ্ছতা, ভাসে কৃচ্ছ্বতা ভাসে ভাষিক ধৃষ্টতা
ভাসে দুর্নীতির শিখড়ে বসি অঙ্গীকারবদ্ধ সততা ,
ভাসে আবেগ, ভাসে বিবেক, ভাসে কুটিল মলিনতা
ভাসে অবিশ্বাসী যত বুদ্ধিজীবীর পাড়া । আর ---
আর ভাসে কিছু বাস্তুহারার দল । দিশাহারা, অসহায়
ইতিহাসের সিড়ি ভাঙা দুর্ভাগা প্রতারিত সব ।
অবাক করা জাদুগরের এক জাদুকাঠির ছোঁয়ায় ।
অবাক লাগে, সত্যি বড় অবাক লাগে মহাশয়।
কখনো সেই কাঠিটির লীলাময়ী রূপ
কোথাও সে কাঁটা, কোথাও সে জাতি বাঁশ
একের পিছনে অন্যকে লেলিয়ে দিয়ে
আখেরে আকাঙ্খা সে অপরের সর্বনাশ ।
সে বিদ্বেষ ছড়ায়, মনে মনে ঘুরে ঘুরে সে
হিংসা ছড়ায় । ধর্মের অজুহাতে রক্ততে খেলে
জাতিতে জাতিতে সে কুস্তি লড়ায়। আবার
ত্রাতার ছলে সে অতিব সুহৃদ সেজে
নিক্ষেপ করে খাদের অতল গভীরতায় ।
শুধুমাত্র সেই কাঠিটির অপার বদান্যতায়।
ইদানিং , পাড়ার মোড়ে মোড়ে চলছে বিশাল সব মিটিং
কোথাকার কার রক্ত নাকি হয়ে যাচ্ছে ব্যর্থ
তাই নিয়েই সব জটলা চলছে, ভীষণ ইন্টারেস্টিং।
মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে আগামীতে বন্ধ
কাদের স্বার্থে কে যে লড়ছে , সেটাই এখন ধন্ধ
কার ইশারায় কে যে ঝরায়, কার যে ঝরছে রক্ত
কে সত্যি মিত্র, কে সেজেছে মিত্র, সেটাই বলা শক্ত
ভাঙলো কে ঘর? ভাঙলো কে দেশ ? করল কে ঘরছাড়া ,
কাদের দয়ায় এই দীর্ঘ মিছিল লক্ষ বাস্তুহারা ?
কার ঔরসে লালিত হচ্ছে ক্ষমতার প্রলোভন?
কে দেয় উত্তাপ, ফায়দা কে নেয় জানাটা যে প্রয়োজন ।
বন্ধু বিশ্বাস কর, আমি ক্রমাগত পথ চলি
রাত্রির অন্ধকারে আমি আকাশে পাতালে খুঁজি
সেই কালো হাত, সেই বিষাক্ত দিয়াশলাই কাঠি
বিষবৃক্ষের জড় দিয়ে গড়া , সন্ত্রাসের কলকাঠি
স্পর্শে যার হৃদয়ে হৃদয়ে জ্বলে হিংসার লেলিহান
প্রতিহিংসার দগদগে ঘা, ঘৃণা আর অবিশ্বাসের দান।
বোড়ো নাকি অসমীয়া ,নাকি হিন্দু কিংবা মুসলমান
লেলিয়ে দিয়ে অসমীয়া বাঙালি, বিদেশীর ফরমান ।
বন্ধু, আমার যে সেই কাঠিটির বড় প্রয়োজন
বিবেকের পরে জমা যত শ্যাওলার স্তর
যত ভয়, আশঙ্কা, আর অনিশ্চয়তার প্রলেপ
কাঠির দৌলতে নিশ্চিহ্ন হোক এই ধরিত্রী থেকে ।
নব প্রজন্মের সাথে আমার এই অঙ্গীকার হোক।
যতদিন ভারতবর্ষেতে আছে, ধর্মে 'তোমার --আমার' ,
ততদিন "ধর্ম নিরপেক্ষতা" বন্ধু, মুর্খের কাব্যেতে থাক ;
যতক্ষণ জাতির নিরিখে দেশ খন্ডে খন্ড করা
দেশের পরিচিতি হয়, জাতির জাত্যভিমানে
ভারতবাসী, বন্ধু তোমায় খুঁজব কোথায় ?
যতদিন না এক জাতি এক ধর্ম এক হবে প্রাণ
ভারতবাসী -- মানবতা -- ভারতসন্তান
ততদিন আমি আছি , আমি থাকবো, অতন্দ্র পাহারায় ।
সুপ্রদীপ দত্তরায়
Comments
Post a Comment