মা সারদা

লোকে তোকে যাই বলুক মা
যে নামেতেই ডাকুক তোকে
আমি জানি তুই সারদা
আছিস আমার হৃদয় জুড়ে ।

শ্যামা , উমা যারা ডাকে
হয়তো তারা নামের ফাঁকে
খুঁজে তোকে শিউলি শাঁখে
পূজার মন্ডপে ।
আমার  মা তুই মা জননী
দিবানিশি সঙ্গে জানি
ঝুলির মাঝে যা জমেছে
সুখ দুঃখ তোর আলোকে।।

তোর ইচ্ছে তে জন্ম আমার
তোর কোলেতেই আমার বিহার
তোর কোলে মা ফিরব জানি
হবে যখন ভুত সৎকার।

তন্ত্র মন্ত্রের ধার ধারি না
জপে তপে মন বসে না
দীপাবলির কিসের আলো মা
আঁধার যদি অন্তরে ।
আমার সুখে দুঃখে তুই মা রাণী
হাসিস কাঁদিস তাইতো জানি
তোর আলোকে ভুবন সাজাই
এই কামনা তোর চরণে।।

সুপ্রদীপ দত্তরায়

Comments