হিসাব


মাঝে মাঝে ক্লান্ত লাগে
অলস দিকভ্রান্ত লাগে
ব্যালকনিতে কোণায় বসে
নিজের মাঝেই হারাই।

স্মৃতির ধনে গহন মনে
জীবন শুরুর সন্ধিক্ষণে
অন্ধ আমি হাতরে বেড়াই
মায়ের পরশটাই।

বন্ধু ছিল খেলার সাথী
মিনা,টিনা গদু,রথী
হারিয়ে গেছে,কখন যে সেই
কিছুই জানা নাই।

স্কুলের পাশে পেয়ারা গাছ
জোড়াদীঘির পাকাল মাছ
গান্ধীবাগের অলস আড্ডা
সেই আমিটা নাই।

তোমার সঙ্গে প্রথম দেখা
গদ্যে পদ্যে কতই লেখা
পার্কে বসে সময় ঘষা
মধুর স্মৃতিটাই।

জীবন খাতায় হিসেব কষে
শুভঙ্করীর শেষ অঙ্কে
কি পেয়েছি কি হারিয়ে
লাভের ঘরে ছাই।

সুপ্রদীপ দত্তরায়

Comments