তালাক


তালাক তালে নাচছো যারা
করছো যারা হুলস্থুল
সুড়সুড়ি দাও নিজের পিঠে
নইলে জেনো গন্ডগোল ।

সকালবেলায় কাগজ খোলো
দেখতে পাবে প্রথম পাতা
তালাক নিয়ে ফলাও করে
লেখা আছে অনেক কথা ।

সেই কথাটা সবাই পড়ে
চায়ের কাপে তুফান ছোটে
হাট বাজারে অফিস ঘরে
যখন. তখন ফাটল ঘটে।

তালাক কেন বন্ধ হবে
নারীর মান রাখতে কি?
ভ্রুনেই কেন হত্যা কর
যখন জানো তোমার ঝি।

নিজের মেয়েকে হত্যা করে
অনার কিলিং বলি তাকে,
পণ নিয়ে বোন বিক্রি করে
স্ট্যাটাস বলে ভাবছি তাকে?

পত্রিকা ? সব মাদারীর দল
বাঁদর নাচন নাচায়
সাবধানেতে নাচতে যাবে
পা ভেঙে না যায় ।

কেচ্ছা কোথায় নেই বলতো
কোন ঘরেতে নেই
তোমার ঘরে আমার ঘরে
সবখানেতে সেই ।

তালাক নিয়ে মাতছো কেন
এটাই কি আজ শেষ কথা
ডালের দাম বাড়ছে তবু
বলছি না তো কেউ কথা।

তালাক নিয়ে ভাবছি কেন
ভাবছে এখন আদালত
আমরা না হয়, এই ভালো হয়
হই যদি সব সহমত।

তালাক প্রথা বন্ধ হবেই
ভুক্তভোগীরা সজাগ এখন
শুধু সুড়সুড়িটা বন্ধ হোক
থামবে তখন সমাজ ভাঙ্গন।

সুপ্রদীপ দত্তরায়

Comments