সাবাস


দৈনিক যুগশঙ্খ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়া

সাবাস রাজা, সাবাশ সাবাশ
সাবাশ তোমার সেপাই,
সুরার দোকান রাখতে খোলা
কেমন দিলে সাফাই ।
কত লোক যে বেকার হচ্ছে
হাজার দু তিন পাঁচ
তার বদলে দেশ জুড়ে ভাই
হোক না ভাংরা নাচ।
খাজনা দিয়ে বাজছে ভায়া
বাণিজ্যের এই ডঙ্কা
সেইখানেতে হাত দিলে হায়
রাজকোষেরই শঙ্কা।
কোথায় নালা, কোথায় খাল
কোথায় আছে খন্দ,
সেই নিয়ে তো নিজের মনেই
এত দিনের ধন্ধ ।
যতদিন না জানতে পারি
কোথায় আছে সড়ক
ততদিন হে চিন্তামণি
চিন্তাতে দাও মোড়ক।

সুপ্রদীপ দত্তরায়

Comments