ধর্ম


সাম্প্রতিক কালে প্রতিবেশী দেশে সংগঠিত কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বন্ধুবর শঙ্করের অনুরোধে লেখা - -

আমায় যারা অন্ধ ভাবে
মন্দিরেতে পাথর ভাবে
তাদের ধারণা ভুল
আমি পাথরের চোখে পৃথিবীটা দেখি
সবটাই নির্ভুল ।
আমি মন্দিরে থাকি, মসজিদে থাকি
গুরুদ্বারে বাস
আমি মনে থাকি, চিন্তায় থাকি
দুখীর দীর্ঘশ্বাস
আমার নামেতে হিংসা ছড়ায়
বালীর পুত্র তারা
ধর্মের নামে পথভ্রষ্ট সব
মতিহীন দিশাহারা ।
কোথায় লিখেছি ধর্মের খাতায়,
মানুষে মানুষে দ্বেষ
কোন সে পাশন্ড আদেশ দেয়
পূজারী না দরবেশ ?
কোথায় লিখেছি ধর্মের নামে
করে যাও হানাহানি?
মসজিদ ভেঙ্গে মন্দির কর
মন্দির ভাঙ্গাভাঙ্গি !
কখনো বলিনি ধর্মের মানে
কুরুক্ষেত্রের মাটি,
ধর্ম মানে কখনোই নয়
ভায়ে ভায়ে লাঠালাঠি ।
কোথায় একেছি নবজাতকের গায়ে
ধর্মের ট্রেড মার্ক,
ধর্মের অজুহাতে কোথায় টেনেছি
রক্তে রক্তে তফাৎ ।

রক্তের কোন ধর্ম জানোকি
হৃদয়ের কোন ধর্ম
স্বপ্নের কোন ধর্ম মানোকি
বিবেকের কোন ধর্ম?

ধর্ম মানে প্রগার বিশ্বাস
বিবেক আচার শুদ্ধি
ধর্ম মানে সহিষ্ণুতা
শুদ্ধ বিচার বুদ্ধি
ধর্ম মানে জীবে প্রেম
ধর্ম দয়ার উৎস
ধর্ম তোমার স্বপ্নে হোক
সম্প্রীতির দৃশ্য ।
ধর্ম তোমার উদার নীতি
অন্ধ গোঁয়ার নয়
ধর্ম তোমায় শিখতে শিখায়
মানবতার জয় ।

সুপ্রদীপ দত্তরায়

Comments