ইন্দিরা


ফটো সংগ্রহীত

আজ তোমার মৃত্যুদিন
সকাল বেলা ঘুম ভাঙ্গতেই
একটা নৈরাজ্য , একটা শুন্যতা
তুমি যে নেই।

টিভি চ্যানেলে, রুটিন নিউজে
সকালবেলার খবরের কাগজে
চায়ের দোকানে তুফান উড়ানো আড্ডায়,
কেউ যেন ইচ্ছে করেই
সযত্নে আড়াল করে
সরিয়ে রেখেছে তোমায়।
শিরোনাম, সে দুরের কথা
স্মরণ কোঠায় আগল টেনে
তোমার যত স্পর্শ আছে
মুছে দিতে চায়।

লোকে যতই কাটুক পাতা
আমি জানি, আসল কথা
যদিও আমরা ভিন্ন গ্রহের বাসী।
তোমার জীবন , তোমার মত
তোমার চিন্তা, তোমার পথ
কোন কিছুই নয়তো পাশাপাশি
তবু জানো, এমন দিনে
তোমায় মনে পড়ে ।
তোমার কথা তোমার কাজে
তোমার স্বপ্ন তোমাকেই সাজে
আমার জানো তোমাকে আজ
আনমনা সব কাজের মাঝে
খুবই মনে পড়ে ।
তোমার ভাষণ তোমার শাসন
কত লড়াই আন্দোলন
সবকিছুই ছবির মতো ভাসে।
শেষ কবে যে হলো দেখা
ভুলে গেছি তারিখটাই ,
তবু যেন বারবার
তোমাকেই পড়ছে মনে,
স্মৃতিগুলো ফিরে ফিরে আসে ।

একটা সময় ছিল
যখন তুমিই ছিলে সব।
ঘরে বাইরে যেদিক পানে তাঁকাই
সবকিছুতেই তোমার ছায়া পাই
চতুর্দিকে তোমারই জয় জয়রব।
তুমি ছিলে একছত্র নায়ক
পাঞ্জাবেতে সবুজ বিপ্লব
জোট নিরপেক্ষ আন্দোলন
বাংলাদেশে মুক্তি যুদ্ধ
ব্যাঙ্ক শিল্প রাষ্ট্রীয়করণ
এমনি কত ফর্দ আছে অনেক ।
কোনগুলো তার শংসা পাবার
সে বিতর্কটা থাকনা তোলা
ইতিহাস তার বিচার নাহয় করুক ।
তুমি যে লৌহমানবী, ভারতরত্নের অধিকারী
আলোচনায় এইটুকুনি থাক ।
একটু না হয় স্মরণ হলো
দুচার লাইন জীবন কথা, দেশের কথা
ফটোর পাশে প্রদীপখানি জ্বালো।

আসলে যে ভুল তুমি করেছিলে
আজও সে ভুল হচ্ছে বৈকি
ইতিহাসটা পাল্টে দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা।
ইতিহাস - সে জেগে আছে
লক্ষ নরের অন্তরে
অবিকৃত সে, জলন্ত সব
সত্যতে উপবিষ্টা ।

সুপ্রদীপ দত্তরায়

Comments