তুমি আসছো


ফটো নিজস্ব

সকাল থেকেই আকাশটা নীল
ঠিক ততটাই ঘন নীলাভ
যতটুকু তোমার পথপেক্ষা ।
তারই মাঝে সহস্র মেঘভেলা
দুর থেকে দুরান্তে দেয় বার্তা
তুমি আসছো।

তুমি আসছো তাই
কাশফুলেরা দীর্ঘ প্রতীক্ষায়
শিউলি যারা ভোরের তারা
কখন থেকে জেগে আছে
শিশির ভেজা মলিন পথধুলায়।
চড়াইগুলো বলছে ডেকে
ওঠ, উঠে যা শয্যা থেকে
ওই শোন তুই কান পেতে রে
নুপুর শোনা যায়।
তুমি আসছো বলে তাই।

তুমি আসছো বলে,
বিরাট সামিয়ানা
মোড় পেরিয়ে এগিয়ে গিয়ে
ডান পাশের ঐ গলির মুখে
যেখান থেকে পথ নিয়েছে বাঁক
ক্ষাণিকটা তার তাজমহল
ক্ষাণিকটা তার গোলকধাম
নকল বুন্দের শোভা যেন
আসলটাকে হারমানায়
এমনটাই তার চোখ লাগানো তাক
তুমি আসছো বলে তাই ।

তুমি আসছো বলে
গলির মোড়ে বাংলা গান
স্মৃতির মুলে সুক্ষ টান
আবছা আলোয় কাদের মুখটি ভাসে ?
অনেক গল্প দুঃখ গাঁথা
না বলা সব অনুকথা
চোরাস্রোতের ঘূর্ণিপাকে
বেহাগ কালাংড়া বাজে।

তুমি আসছো বলে যুদ্ধ থামা
যুক্তিবাদী যুক্তি ছেড়ে মুক্তমনা ।
ঈশ্বরে যার বিশ্বাস নেই
মন্ডপে তার আসন শক্ত
শহর জুড়ে রঙের খেলায়
গিরগিটিদের প্রাচীন রক্ত ।

রাস্তা যেথায় দুভাগ হয়
শ্যামা নাকি সেথায় রয়
দোকান ঘরের বারান্দাটার দখিন কোনাটায়
ডাস্টবিনেতে পাহাড় খাবার
টিনের থালায় দানের বাহার
চোখে কোনে জলের আধার তোমার মহিমায়
কুকুর মেকুর শ্যামা ভোলা
আধপেটা সব জন্তুগুলা
মানুষ পশুর ফারাকটা নেই এমন হরষায়।
তুমি আসছো বলে তাই ।

সুপ্রদীপ দত্তরায়

Comments