
কাক কয় কাকীরে
কেন এত রাগীরে
এইবার ভাব হলে
দেব এনে শাড়ীরে ।
বাঁটা ভরা পান দেবো
জর্দার সাথেতে
বঙ্গভবনে নেবো
গানে মন ভাসাতে।
গাড়ি দেবো, বাড়ি দেবো
সাতনলী হার হায়,
আসনেতে পূজো দেবো
যদি মন পাওয়া যায় ।
তিনকাল গেছে কেটে
রাগ অভিমানেতে ,
ইতি দিয়ে এসো রাই
সোহাগে হাসিতে ।
এইবার ভাব হলে
দেব এনে শাড়ীরে ।
দারুউউউউণ কাক কাহিনী ।
ReplyDelete