একেবারে মাথার উপর
ঠিক যেমনটি আমি চাইছি ।
ওকে আমি বলেছি, ঘুরপাক খাও
ক্রমাগত নিজের মেরুদন্ড ঘিরে ।
ওই মেরুদন্ডটা, যা তোমাকে
স্থানচ্যুত হতে রক্ষা করে,
তোমাকে স্থির রাখে যে শিরদাঁড়াটি
সেই শিরদাঁড়াকে কেন্দ্র করে
ঘুরপাক খাও একের পরে এক,
আরো এক, আরো এক
যতক্ষণ না আমি তোমায় বলেছি
থামো, থেমে যাও।
বলেছি -- ঘুরপাক খাও,
তোমার শরীরের সমস্ত শক্তি নিঙড়ে
গৎ বাঁধা গতির সীমানা ছাড়িয়ে
জোরে, আরো আরো জোরে
যতক্ষণ না আমার দেহ মন সব
শীতল হয়।
তুমি ঘুরপাক খেতে থাকো,
ঠিক যেমনটি আমি
ঘুরপাক খাচ্ছি ক্রমাগত,
তিলে তিলে নিজেকে নিঙড়ে দিয়ে
এই শাসন ব্যবস্থায়।
তেমনি পাখা ,
তুমি ঘুরতে থাকো
আমার অদম্য ইচ্ছায়।
পাখাটির নিজস্ব কোন ইচ্ছা নেই
জীবনে কোন উচ্চাশা নেই
ক্লান্তি নেই, কোন প্রতিবাদ নেই
নেই কোন চাহিদা বা প্রত্যাশা ।
ছিটেফোঁটা রাগ কিংবা ঘৃণা
নেই সেই মুখে কোন প্রতিবাদ ভাষা ।
সে আমার একান্তই বাধ্য
নিরীহ, গোবেচারা, এক যন্ত্র যে খাসা ।
ঠিক যেমনটি আমি এই সমাজ ব্যবস্থায়
লক্ষ্যহীন , ভাষাহীন হারিয়েছি দিশা।
মাঝে মাঝে মনে হয়, পাখাটা ঘুরছে
শুধু ঘুরছে আর ঘুরছে--
নাকি ক্রমাগত ধুঁকছে ।
দুরন্ত গতিতে ছুটতে ছুটতে
সে ক্লান্ত রাগে ফুঁসছে ।
কেন যেন শুনতে পাই
ভেতর থেকে বেরিয়ে আসা
একটা ঘ্যাষ ঘ্যাষ আওয়াজ
সেকি প্রতিবাদের কুচকাওয়াজ
যা প্রতিক্ষণ দাঁতে দাঁত ঘষছে ?
নাকি সবটাই কল্পনা
ঈশানেতে মেঘ বুঝি জমছে।
Comments
Post a Comment