মন খারাপ তো নয়


ফটো নিজস্ব

আমার বন্ধু, আমার বোন জয়শ্রী ভূষণের একটা পোস্ট পড়ে ভালো লাগে, সেই ভাবনা থেকেই........

মন, খারাপ তো নয়
তবে কেন, মন খারাপ হয় ।

ভাল লেগে, কাছে আসা
কাছে ঘেঁষে পাশে বসা
দুরে চেয়ে মৃদু হাসা
এই নিয়ে ভালবাসা ।
তারই মাঝে যদি শুধু
পথ চাওয়া হয়
তবে কেন আনমনে
মন খারাপ হয় ।
মন, খারাপ তো নয়
তবে কেন, মন খারাপ হয় ।

ভালবেসে মন নাকি
দেওয়া নেওয়া চলে
মন যদি দিয়ে দিই
মন কোথা মিলে ।
এত যে এত কথা
মন নিয়ে আদিখ্যেতা
কার পথ চেয়ে মন
কেঁদে কেঁদে রয়।
মন, খারাপ তো নয়
তবে কেন, মন খারাপ হয় ।

মনে নাকি ভালবাসা
ঘর বেঁধে থাকে,
কত বড় এই মন
এত লোক আঁটে।
কত কথা জমে থাকা
কত কিছু মুছে যায়,
কত রাগ অনুরাগে
স্মৃতি পথ ভেসে যায়
আশা আর স্বপ্নের
যদি কোন সেতু থাকে
মন কেন এত কিছু
মনে মনে ধরে রাখে
অযতনে কত মন
ভেঙ্গে ভেসে যায়,
মন, খারাপ তো নয়
তবে কেন মন খারাপ হয় ।

চোখে চোখ দেখা হলে
মনে মন কথা কও,
পাছে তুমি ধরা পড়
তাই আড়ালেতে রও।
মনে যদি দাগ লাগে
দেখা যায় কোন পাশে
মনে যদি ব্যাথা লাগে
চোখ তবে কেন ভাসে,
ভালবেসে অনুরাধা
অনুক্ষণ কেঁদে কয়
মন নিলে দিতে হয়
দিতে কেন এত ভয় ।
মন, খারাপ তো নয়
তবে কেন, মন খারাপ হয় ।

সুপ্রদীপ দত্তরায়

Comments