বস তোমাকে - আবোলতাবোল টার্গেট


একদিন একবার একটি জায়গায় গিয়েছিলাম
এক কথা শুনে শুনে কান মাথা খেয়েছিলাম,
একজন লোক বসে কথাগুলো বলছিল
একই কথা বারবার ঘুরে ফিরে তুলছিল।
একপাশে লোকটা একপাশে আমরা
বসে বসে শুনছি একটাই কামরা।
একটাই মাইক তাতে একজন দখলে
একজন বলছে শুনছে তা সকলে।
একগাল দাঁড়ি নিয়ে মহাশয় বলেছেন
লক্ষ্যে পৌঁছতে পথগুলি গুনছেন ।
"একটা জীবন তাই একটাই ইচ্ছা
একটাই লক্ষ্য লক্ষ্যেতে পৌঁছা,
এই জব দুর্লভ তাই শোন ভাইসব
লেগে যাও এইক্ষণে ভুলে সব কলেরব,
লক্ষ্যেতে যাওয়া চাই বাকি সব তুচ্ছ
পরিবার দুর ছাই চাই পাবে গুচ্ছ ।"
এত শত কথা শুনে একদিন একবার
প্রতিবাদ হয় এক নিয়ে বল দুর্বার
একজন লোক তার চুলগুলো উড়ছিল,
আনমনে বসা শুধু চোখগুলো ঘুরছিল ।
সোজা সে দাঁড়িয়ে বললে ভায়েরা
যেখানেতে যত আছো বোন আর জায়ারা
কি ছিল কি হবে এই সব ভাবনা
এত কাল কত হল থাক সব আর না।
লক্ষ্য তো থাকবেই লক্ষ্যের জায়গায়
এস আজ মেতে উঠি নাচ গান ভাবনায়
ইঁদুরের দৌড়েতে আর কত ছোটা যায়
সবে যদি ধরি হাত হার জিৎ ভোলা যায়
লক্ষ্যের পরে শুধু লক্ষ্য তো থাকবেই
কোথাও তো থামা চাই একদিন ভাববেই
সেইদিন হয়তো পিছু ফিরে দেখবে
হারিয়েছে সব কিছু লক্ষ্যের গর্ভে
জীবনের যত কিছু রূপ রস গন্ধ
ছেড়ে গেছ বহুদূর দরজাটা বন্ধ
তাই বলি ভাই সব আর সব বোনেরা
থেমে যাও ক্ষ্যেমা দাও ভাবীকাল সেনারা।

সুপ্রদীপ দত্তরায়

Comments