
কালের রথের চাকা ক্লান্ত কাননে
ক্ষানিক বিরাম চাহে তীব্র দহনে ।
একি জ্বালা, একি তীব্র বিষ
হৃদয় নিঙরে আনা তরল নিঃশেষ,
লক্ষ চক্ষে দেখো জ্বলে অ্যারেনাল
সুনামি আছড়ে পড়ে গুড়াপের দ্বার।
রুদ্র, তুমি সাক্ষী থেকো ভেঙ্গেছ নিয়ম
সাজাতে স্বর্গের সভা তুমি নির্মম,
মাতৃহারা ভেবেছো তার কে করে সন্তাপ
হাজার মাতার শুনি করুন বিলাপ ।
শত শাপ অভিশাপ কালসাপ হায়
প্রতিক্ষণ প্রাণ পায় পন্নগ বিষধর।
যে অনল জ্বালিয়েছ প্রতিটি অন্তরে
তোমাকে আহুতি চাই সেই হোমানলে
তোমাকে ভস্ম করি কালিকা বিহনে
ক্ষানিক বিরাম চাহি তীব্র দহনে ।
কালের রথের চাকা ক্লান্ত কাননে
ক্ষানিক বিরাম চাহে তীব্র দহনে ।
Comments
Post a Comment