কালের পথযাত্রী কালিকা তোমাকে - - -


ফটো সংগ্রহীত

এখনো হয়নি সময় বিদায় নেবার
তবু, বন্ধু বিদায় ।

এখনও বাজেনি শঙ্খ সন্ধ্যাবেলার
এয়োরা দেয়নি উলু তুলসিতলায়
মন্দিরে কাসার ধ্বনি, সেতো ঢের দেরি
অস্তাচলের বঁধু সময় দেদার
এখনো হয়নি সময় বিদায় নেবার
তবু, বন্ধু বিদায় ।
<> যে পথে তোমার যাত্রা, স্বর্ণযুগ যেন
অহল্যা পেয়েছে স্থান স্বর্গের আসন
টুসুতে বিহুতে জুড়ে মাঝিদের গান
প্রচলিত গানে দিলে নতুন জীবন
তোমায় কাণ্ডারী করে ভেসেছে যে তরী
এখনো হয়নি সময় তীরেতে ফেরার
এখনও হয়নি সময় বিদায় নেবার
তবু, বন্ধু বিদায় ।

কালের যাত্রা পথে, হে বন্ধু পথিক
আবার হবেই দেখা তোমাতে আমায়
হয়তো সে হবে কোন কম্বোডিয়া গ্রাম
কিংবা শতদ্রুর সেই মোহনায়,
আমায় শুনিও বন্ধু বাউলের সুর
কথা দিই দেব না, সেদিন বিদায় ।
এখনও হয়নি সময় বিদায় নেবার
তবু, বন্ধু বিদায় ।

সুপ্রদীপ দত্তরায়

Comments