মানব


ফটো নিজস্ব

হে মানব, স্তব্ধ হও
আর নহে মিথ্যা প্রবঞ্চনা ।
নিজেরে দীন হীন সাজে
এই বিশ্ব সভা মাঝে
অকারণে অপাত্রে কেন চরণ বন্দনা ।
তুমি মোর সন্তান
শৌর্য বীর্যে সর্বশ্রেষ্ঠ
ধরা মাঝে তোমা শ্রেষ্ঠ নাই
সেই তোমার যেথা সেথা
অকারণে নুইয়ে মাথা
নিজেকে বারবার হীন করা চাই ?
তুমি তো হীন নও, পশুকুলে জ্যেষ্ঠ
আমার সন্তান মাঝে তুমি সর্বশ্রেষ্ঠ
তোমার মাঝেতে আমি শ্রেষ্ঠত্ব চাই।
যাহা কিছু চাই, অর্জন করি লহ
ভিক্ষাবৃত্তি ত্যাজো , বর্জন করো
তোমাতে তাহা শোভা নাহি পায়।

তোমাতে দিয়াছি তীক্ষ্ণ বুদ্ধি
বিচারের সুক্ষ্ম ক্ষমতা
সাহস দিয়াছি, সাথে অসুরীয় বল
ত্যাজিতে সকল জড়তা ।
তোমাতে দিয়াছি মেধা , জ্ঞান
লজ্জা, ঘৃণা, বোধ মান অপমান ;
দয়া মায়া সর্বগুন মোর
তোমাতে আছে সব, হে বলিয়ান ।
কামনা বাসনা সহজাত তব
তোমাতে দিয়াছি, অতি অভিনব
প্রতিক্ষণে মানসকোনে
জন্ম নেবে তারা ;
কতটুকু তার করিবে পূরণ
কতটুকু তার দূরে ছুঁড়ে দেবে
বিবেকেরে জিজ্ঞাসিও তাহা।
স্খলিত শিথিল ভাবি
যদি তাহা দূরে রাখি
জীবনের স্বাদ নাহি লও
বৃথা, বৃথা মম সৃষ্টি সুত
এত ক্লেশ, এত প্রচেষ্টা, সব বৃথা
ইহা নয় জেনো মোর অভিপ্রায়।
ন্যায় পথে স্থির থাকি
রূপ রস গন্ধ নাও
জগতে কল্যাণ সাধ
আজি হতে তাই হোক তব অঙ্গীকার ।

আর ----
যদি কোন অশুভক্ষণে দুর্ভাগ্যবশত
ধরো কাহারো চরণ
মনে মনে করিও আমারে স্মরণ
সর্বশক্তি সঞ্চিত করি
সেই পদে দিও টান
টলমান যেন হয় তার সিংহাসন ।

সুপ্রদীপ দত্তরায়

Comments