জীবনটা যে গরুর গাড়ি


জীবনটা যে গরুর গাড়ি
চলছে যেন চলছে না ।

সকালবেলায় কাকের ডাক
বাসি মুখে বৌ এর হাক
অফিস পাতে পালংশাক
থামছে যেন থামছে না ।
জীবনটা যে গরুর গাড়ি
চলছে যেন চলছে না ।

বেশতো ছিলাম মন্ত্রী উজির
এক ড্রয়ারে ধরতো না
পাল্টে দিলে রাজার ছবি
ফন্দি ফিকির মানছে না ।
জীবনটা যে গরুর গাড়ি
চলছে যেন চলছে না ।

ছুটছি আমি, ছুটছে ট্রাম
ভিজছে শার্ট, ঝরছে ঘাম,
বসের মুখে গাধারাম
এ বুলি আর নামছে না ।
জীবনটা যে গরুর গাড়ি
চলছে যেন চলছে না ।

দিনের শেষে ফিরছি ভোলা
বন্ধ বাজার, শুন্য ঝোলা
গিন্নী হাঁকে তারস্বরে
এই লোকে আর চলছে না ।
জীবনটা যে গরুর গাড়ি
চলছে যেন চলছে না ।

সুপ্রদীপ দত্তরায়

Comments