মনের খেলা


ফটো নিজস্ব

সেদিন ছিল রঙের খেলা
মনের খেলা নয়
মনের খেলায় মন হারিয়ে
শুধুই অভিনয় ।

চলছি পথে নিরুদ্দেশের
পথ যে হারায় বারেবার
সব পথেরই শেষ সীমানা
তোমার ঘরের দোরগোড়ায়।

মন জানে না হিসাব নিকাশ
স্বপ্ন দেখে ঘর বাঁধার
ঘর ভেঙে যায় ঝরো হাওয়ায়
খেয়াল খুশির ছল কলায় ।

তবুও বলি শেষবেলাতে
ভাঙ্গবে যদি স্বপ্ন ঘোর,
অস্তাচলের শেষ আভাতে
দিলাম এঁকে ঠিকানা মোর।
খুঁজে নিও বন্ধু আমায়
তোমার কাছে এই অনুনয়,
মন হারিয়ে মনের খেলায়
এখন শুধুই অভিনয় ।

সুপ্রদীপ দত্তরায়

Comments