শহীদ


ফটো সংগ্রহীত

কাশ্মীরে সাম্প্রতিক শহীদ ওমর ফৈয়াজের জন্মদিনে তাঁরই স্মৃতিতে - - -

ঐ ওখানে,
কালো কফিনের অন্ধকারে
যে ঘুমে অচেতন
অসাড় দেহ, নিঃস্তব্ধ, নিথর
দেহ শত খন্ডিত,
তেরঙ্গা মন্ডিত
সুসজ্জিত রক্তিম নকশায়
সে আমার প্রিয় সহদোর হয় ।

বিনিদ্র রজনী শেষে
শ্রান্ত ক্লান্ত সে আজ
বহু আখাঙ্খিত বিশ্রামের প্রতীক্ষায় ।
হিম শীতল পর্বত চূঁড়ায়
ত্যাগ করি সন্ন্যাসী সম
সব প্রলোভন, রাইফেল হাতে
নির্ভীক সে, অতন্দ্র পাহারায়
সে আমার সহদোর হয় ।

খেত কৃষি বিপণন, মেহনতি কাম
অথবা অফিসের গোমস্তাধাম
সব ছেড়ে সে হয়েছে সেনানী,
শঙ্কাদি মানে পরাজয় ।
ঘরে ঘরনি, বৃদ্ধ পিতা
দুই কন্যা সহ মাতা
তাই নিয়ে ভরা সংসার
আয়ের উৎসে সে একমাত্র প্রদীপ
হিমালয় শৃঙ্গেতে সদা
জ্বলে ধিকিধিক
বিনিদ্র পাহারায়
সে আমার সহদোর হয় ।

শত খন্ডে খন্ডিত দেহ
কিছু তার হয়েছে জড়ো,
বাকি যা শকুনেরা খায় ।
জামার পকেটে রাখা
প্রেয়সীর ফটোখানা
অযতনে ধুলিতে লুটায় ।
হয়তো আকুতি ছিল
প্রদীপ নেভার কালে
যদি সে শেষ দরশায়
যার ভরসায় দেশবাসী
অকাতরে সুখে নিদ্রা যায়
সে আমার সহদোর হয় ।

আবার ঐ যে ওখানে ওরা
ধর্মের নাম নিয়ে হিংসা ছড়ায়
দেশের অন্ন ধ্বংস করে
জিহাদের ছলে বিষ মিশায়
যারা জাতীয় পতাকা জ্বালিয়ে দিয়ে
শত্রুর জয়গান গায়
যারা সন্ত্রাসের করে ওকালতি
রক্তের হোলিতে মাতি
থাকে শকুনের অপেক্ষায় ।
যারা ইমামের আসনে বসি
ফরমান জারি করে
সংহতির ইতি টেনে
বিভেদের বীজ বুনে যায়,
তাদেরও আছে পরিচয়
না, কোন ভয় বা ভীতিতে নয়
আসলেতে লজ্জা হয়
বড় ঘৃণা হয় দিতে পরিচয়
সত্যিটা বড় রূঢ় কঠিন
ওরাও যে মোর সহদোর হয় ।

সুপ্রদীপ দত্তরায়

Comments