সে প্রায় এক দশক আগেকার কথা ,
ঠিক এই মঞ্চে দাঁড়িয়ে রাজা বলেছিলেন-
" আমি থাকতে তোদের, কেন এত ভয় ?
সমবেত কন্ঠ জয় ধ্বনি দিয়েছিল-
"জয় রাজা মহারাজের জয় !"
আজ ঠিক ওই মঞ্চেই দাঁড়িয়ে রাজার মোসাহেব-
-"এমন একটা দাবী, কার খেয়ালে থেকে গেল বাকি ?
আহা রে ! এতলোক, কত রক্তক্ষয়-
কত তাজা প্রাণ, দিল বলিদান -
আচ্ছা, ওটা এগারো নাকি পনেরো হবে ?
না, না, শুধু জানার জন্য বলছি -
ঠিক আছে, দেখে নেব, ফাইলেতে রবে ।
বাঙালি হয়ে যদি না দেখি বাঙালির স্বার্থ ,
ব্যর্থ, জীবন ব্যর্থ । কথা দিলাম এই মঞ্চে দাঁড়িয়ে !
হাজার জোড়া করতল উল্লাসে অনায়াসে ,
ঠিক তখনই একটি শকুন বিকট অট্টহাসে !
একটি শিশু গাইছিল গান, ভুলি নাই,
ভুলি নাই বলিদান -
একটি কিশোরী তুলির টানে আঁকছিল শহীদ মিনার,
একজন কবি ভিড়ের ভিতর খুঁজছিলেন সুন্দরের ঠিকানা ।
বুদ্ধিজীবিরা বুদ্ধির থলেটি সযত্নে পাশে রেখে
সবে চায়ে মশগুল !
শহীদ মিনারে 'বিপ্লব'-এ ভিড় ঠাসা ,
স্লোগান আর সেলফির ককটেল পার্টি ,
একজন মা ভিড়ের মধ্যেই চিৎকার করে বললেন,
"এ ক্যামন বিচার তোমার ?
মেয়েটা বাংলায় পরীক্ষা দিব তাই
যাইতে হইব তিনসুকিয়া, ডিব্রুগড় !"
একজন ভদ্রলোক স্ত্রীর হাত টেনে বললেন,
"যেখানে সেখানে দাঁড়িয়ে যেও নাতো , আনপড়, কোথাকার
একজন ফেরিওয়ালা বাজার বুঝে হাঁক দিলেন,
" চুড়ি চাই গো চুড়ি , দুল মালা নথ ?
সারা মাঠ জুড়ে তখন শকুনের জয়রথ ।
বৃত্ত ক্রমশ ক্ষুদ্রতর ; ভয়, ত্রাস আর অন্ধকারের জগত -
একটি ভ্রুণ সজোরে লাথি মারলে তার মায়ের পেটে,
সে চায়, মর, নয়তো লড়ে তৈরি করো জায়গা -
তাঁকে জন্ম দিতে একটি পদ্মপাতা চাই !
সূপ্রদীপ দত্তরায়
(বর্ণমালার রোদ্দুর পত্রিকার জন্য স্বাতীলেখাকে দেওয়া)
Comments
Post a Comment