আমাকে নিঃস্ব করে বাউন্ডুলে মেয়েটা। 
তার গায়ের গন্ধ,  শাড়ির ভাঁজ 
ঠোঁটের কোণে গাড় লিপস্টিক ছন্নছাড়া করে মতি ।
আমি যতই টালবাহানা করি, এদিক ওদিক 
পাকে মুখ ডুবিয়ে পালানোর পথ খুঁজি -
অলক্ষ্যে সে টেনে কশে ধরে ব্রেকটা 
আমাকে সর্বশ্রান্ত করে বাউন্ডুলে মেয়েটা ।

আমার যা ছিল সম্পদ বিদ্যা, অহংকার 
মায়ের উক্তি অনুযায়ী বনেদী বাড়ির রক্ত
ধমনী জুড়ে রমণী প্রেম, 'ম' এর জয় জয়াকার 
মদ, মাটি আর মেয়েমানুষ, আমার শিরায় শিরায় 
আমার আকন্ঠ আনন্দের মধ্যে চোরাগ্যাস
আমার জীবন জুড়ে সে বিষ মাখা কাঁটা ।
আমাকে রিক্ত করে বাউন্ডুলে মেয়েটা। 

যখন সূর্যের বিশ্রামকাল,  মধ্যবেলা 
পীচ পোড়া রাস্তায় মুখ ঘষে মাতাল চপ্পল, 
সারি সারি ল্যাম্পপোস্ট ঘিরে
অন্ধকার ওত পেতে থাকে শিকারের আশঙ্কায় -
আমি তেলচিটকে কাঁথা তলে
উত্তক্ত মাংসপিন্ডে খুঁজি উত্তাপ


Comments