মাঝে মাঝেই প্রশ্ন জাগে মনে
উনিশ কি আজ শুধুই উদযাপন?
মোড়ে মোড়ে তোরণ তলে পুষ্পস্তবক অঞ্জলি ?
মনের কোণে কেন সে আজ তুফান তোলে না ?
যাপন দিনের যত যন্ত্রণা 
নুইয়ে মাথা মানছি সবই, কিসের অঙ্গীকার ?
ঠোঁটের কোণে মাতৃদুগ্ধ লেগে
সদর্পে কে চালায় স্টীম রুলার ?
এখনও কি চিনতে হচ্ছে ভুল ?
                   কোথায় গন্ডগোল ?

কালের ঘরে জমছে পাহাড় কালো অক্ষরে লেখা ।
একদিন কোন এক আগামী পুরুষ 
কবর খুঁড়ে ধূলো ঝেড়ে টেনে তুলবে তোমায়
বন্ধু তুমি, ঠোঁটের কোণে জবাব তৈরি রেখো !

সূপ্রদীপ দত্তরায়

শমিতা ভট্টাচার্যকে  উনিশ উপলক্ষে আজ 13.05.2024 তারিখে দেওয়া

Comments