গান


আমি ন‌ই আমাতে
           ফুল ফোটা শাখাতে
হাওয়াতে ফুল সাথে দোল দোলায়,
সাগরের ঢেউ খেলা
            পাখিদের হরবোলা
মনে মন আনমন গুনগুনায় ।

যদি চলতে চলতে পথে তোমায় আমায় দেখা হয়
যদি ভালবাসা দিয়ে মন পাখিটাকে বাঁধা হয়
রাতদিন ভোরবেলায়
             মন ভাসে মন ভেলায়
সাতরঙা ওই রামধনু এঁকে যাই ।

ওই চঞ্চল আঁখি যদি দেয় ফাঁকি কালবেলায়
যদি সুর সাধা পাখি সুখ সুরায় মাতি সুর হারায়
ছেড়োনা হাতখানা
               কথা দাও চাঁদপানা
আমি যে তোমার তুমি আমার‌ই ।




Comments