পম্পাকে

স্নেহ বেটে কি জ্বালা, শুনে রাখো সখী --
"অ আ"ই জানি না, লিমেরিক লিখি
দিন যায় রাত নাই
চোখ জুড়ে ঘুম নাই
বায়নাতে বাহাদুরি, এই ছিল বাকি !

Comments